শামসুর রহমানঃ
মাগুরা শালিখায় শতখালী গ্রামে মসজিদে জুম্মার নামাজের পর মিলাদের মিষ্টি(জিলাপি) কম দেওয়ায় ক্ষোভে রাতে এশার নামাজ পর বাড়ি ফেরার পথে মিষ্টি (জিলাপি) বিতরণ কারিকে ধারালো চাকু দিয়ে কুপিয়ে জখম করে একই মহল্লার বখাটে যুবক শিপন পাটোয়ারী।
ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৭ অক্টোবর) রাত ৮টার সময় শালিখার শতখালী গ্রামের সাবেক চেয়ারম্যান আবু হেনার বাড়ির পাশে মসজিদের সামনে রাস্তায়।
স্হানীয়রা জানান,জিসান শতখালী হাই স্কুলের ৮ম শ্রেণির ছাত্র কিন্তু সে নিয়মিত মসজিদে আযান দিয়ে নামাজ পড়ে।শুক্রবার জুম্মার নামাজ শেষে মিলাদ পড়ার পর মোঃজহিরের ছেলে জিসান (১৫) মিষ্টি (জিলাপি) মসজিদের মুসল্লীদের মাঝে বিতরণ করে।জিলাপি বিতরণে তোফায়েল পাটোয়ারীর ছেলে শিপন পাটোয়ারী (১৯) জিলাপি কম দেছে বলে অভিযোগ করে।কিন্তু মসজিদের মুসল্লীরা এ বিষয়ে তেমন কিছু মনে করেনি।
জিসান জানান,রাতে মসজিদে এসে এশার আযান দেয় এবং নামাজ পড়ে বাড়ির দিকে রওনা করে। মসজিদের সামনে রাস্তা দিয়ে রওনা দিলে ওত পেতে থাকা যুবক শিপন পাটোয়ারী আমাকে ডাক দেয় এবং কিছু বুঝে উঠার আগেই ধারালো চাকু দিয়ে আামাকে কুপাতে থাকে।
তখন আমি জীবন বাঁচতে ডাক চিৎকার দেই সেই সময় মসজিদের মুসল্লিরা এবং পাশের বাড়ির লোকজন এগিয়ে আসে। আমাকে বাঁচাতে পাশের বাড়ির হয়জার স্ত্রী হাওয়া বেগম (৫০) ঠেকাতে আসলে তাকেও আঘাত করে,পরে সে পালিয়ে যায়। এরপর আমাকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে স্হানীয় লোকজন উদ্ধার করে পর্বতীতে শালিখা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
প্রিন্ট

মধুখালীতে দোয়া মাহফিল ও গণমাধ্যম কর্মিদের সাথে মতবিনিময় 
শামসুর রহমান, শালিখা (মাগুরা) প্রতিনিধি 





















