মোঃ ইকবাল হোসেনঃ
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আলফাডাঙ্গা ক্লাবের ২০২৫-২০২৭ মেয়াদে ২৭ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ওমর আলী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো: হারুন অর রশিদ। কমিটির বাকি সদস্যদের নাম এক অনাড়ম্বর অনুষ্ঠানে ঘোষণা করেন ক্লাবের সিনিয়র সদস্য মো: বেলায়েত শিকদার।
সভাপতি: ওমর আলী সাধারণ সম্পাদক: মো: হারুন অর রশিদ সহ-সভাপতি: গোলাম ফরিদ মিয়া বারু এস এম তৌকির আহমেদ ডালিম মো: ফারুক হোসেন কাজল যুগ্ম সাধারণ সম্পাদক: মাহমুদ খান, মো: আতিয়ার রহমান সাংগঠনিক সম্পাদক: হানিফ কাজী অর্থ সম্পাদক: মো: শাহাবুল আলম প্রচার ও প্রকাশনা সম্পাদক: খান নওশের আলম দপ্তর সম্পাদক: মিয়া মো: শাহিন ক্রীড়া সম্পাদক: মো: বিল্লাল হোসেন সহ-ক্রীড়া সম্পাদক: তুফান, শিক্ষা বিষয়ক সম্পাদক: মো: কামাল হোসেন মাষ্টার স্বাস্থ্য বিষয়ক সম্পাদক: ডা: মাহমুদুল হাসান জুয়েল ধর্ম বিষয়ক সম্পাদক: মো: নাছিম উদ্দীন (উজ্জ্বল) আইন বিষয়ক সম্পাদক: এ্যাড. মো: রাকিব ইসলাম সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক: মানব কুমার বিশ্বাস পর্যটন বিষয়ক সম্পাদক:মো: রাকিবুল ইসলাম সাগর, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক: মো: সেলিম শিকদার।
কার্যনির্বাহী সদস্যরা হলেন এম আর রাসেল আহমেদ, মো: বেলায়েত শিকদার, কামরুল ইসলাম দাউদ, গোলাম আযম ও ওবায়দুর রহমান। উল্লেখ্য, আলফাডাঙ্গা ক্লাব দীর্ঘদিন ধরে উপজেলায় সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছে। নবগঠিত কমিটি আগামী দুই বছর এই ধারাবাহিকতা রক্ষা এবং নতুন কর্মসূচি বাস্তবায়নে কাজ করবে বলে আশা করা হচ্ছে।
নতুন কমিটির সভাপতি ওমর আলী ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ বলেন, এ আলফাডাঙ্গা ক্লাব একটা অরাজনৈতিক ক্লাব। সমাজ উন্নয়নের জন্য অগ্রণী ভূমিকা রাখবে। আমরা নতুন কমিটির সদস্যদের নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সমাজ উন্নয়নের কাজ করবো। আলফাডাঙ্গা ক্লাব সমাজে সব ভালো কাজের পাশে থাকবে। নতুন কমিটির জন্য দোয়া ও সার্বিক সহযোগিতা কমনা করেছেন সভাপতি ও সাধারণ সম্পাদক।
প্রিন্ট

মধুখালীতে দোয়া মাহফিল ও গণমাধ্যম কর্মিদের সাথে মতবিনিময় 
মোঃ ইকবাল হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি 





















