মোঃ নুরুল ইসলামঃ
ফরিদপুরের সদরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানের ১৪ তম দিনে আনুমানিক ৮০ মিটার জাল ও আনুমানিক ৬০ কেজি ইলিশ জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল পুড়িয়ে ও কেটে বিনষ্ট করা হয় এবং জব্দকৃত মাছ উপজেলা মসজিদের ইমামের উপস্থিতিতে বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা ও দরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয়।
শুক্রবার (১৭ অক্টোবর) উপজেলার পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে ভোর ৪টা থেকে বেলা ১১ টা পর্যন্ত প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় এই অভিযান পরিচালনা করা হয়।
সদরপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা মৎস্য কর্মকর্তা মেহেদী হাসানের নেতৃত্বে মৎস্য অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, পুলিশ ও আনসার ব্যাটালিয়ানের সমন্বয়ে গঠিত একটি টিম অভিযানে অংশগ্রহণ করেন।
উপজেলা মৎস কর্মকর্তা মোঃ মেহেদী হাসান জানান, সরকারি নিষেধাজ্ঞা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।
প্রিন্ট

মধুখালীতে দোয়া মাহফিল ও গণমাধ্যম কর্মিদের সাথে মতবিনিময় 
মোঃ নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার 





















