মোঃ নুরুল ইসলামঃ
ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর বাজারে ভুবেনেশ্বর নদের উপর অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান করে উপজেলা প্রশাসন। শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ১০টার দিকে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবানা তানজিন এবং ইউনিয়ন ভূমি কর্মকর্তা আবুল বাশার চোকদার। অভিযানে নদের জমি অবৈধ ভাবে দখল করে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ করা হয় এবং ভেঙ্গে গুঁড়িয়ে দেয়া হয় । উচ্ছেদ অভিযান পরিচালনার সময় সার্বিক সহযোগিতা করেন সদরপুর থানা পুলিশ ও আনসার ব্যাটালিয়ান।
অভিযানের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা বলেন, এই অভিযান অব্যাহত থাকবে।
—
প্রিন্ট

বালিয়াকান্দিতে মোবাইলকোট পরিচালনায় দুই ট্রলি চালককে জরিমানা 
মোঃ নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার 





















