মানিক কুমার দাসঃ
ফরিদপুরে বিশ্ব শান্তি কল্পে নগর সংকীর্তন অনুষ্ঠিত হয়েছে । শহরের গোয়ালচামটে অবস্থিত শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির (ইসকন) উদ্যোগে আজ শুক্রবার সকালে এর উদ্বোধন করেন শ্রী শ্রীমৎ ভক্তি অদৈত নবদ্বীপ স্বামী মহারাজ, সহ-সভাপতি, ইসকন বাংলাদেশ ও অধ্যক্ষ, ইসকন সিলেট।
এ সময় আরও উপস্থিত ছিলেন শ্রী সত্য চৈতন্য দাস ব্রহ্মচারী,অধ্যক্ষ ইসকন মন্দির ফরিদপুর, বাসুদেব উদ্ধারণ দাস অধিকারী, সহ সভাপতি , ইসকন মন্দির ফরিদপুর পঞ্চতত্ত্ব হরিদাস, সেক্রেটারী, স্কুল মন্দির ফরিদপুর সর্বজ্ঞ গোবিন্দ দাস, সকাল ৭ টা হতে নগর কীর্তন শুরু করেন নগর কীর্তন টি, ইসকন মন্দির হতে শোভারামপুর, শ্রীধাম শ্রীঅঙ্গন, গোয়ালচামট ১ নং সড়কের দীপঙ্কর দত্তের বাসায় গিয়ে শেষ হয়।
প্রিন্ট

মধুখালীতে দোয়া মাহফিল ও গণমাধ্যম কর্মিদের সাথে মতবিনিময় 
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি 





















