এস.এম রবিউল ইসলাম রুবেলঃ
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের রুপাপাত গ্রামে রুস্তুম শেখ নামে এক নারী লিপ্সার বিরুদ্ধে শিশুর মুখ চেপে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার ( ৬ অক্টোবর) দুপুরের দিকে ফাঁকা নির্জন স্থানে ইউনুসের পরিত্যক্ত দোকান ঘরের পেছনে এ ঘটনা ঘটায়। পরে শিশুটির মা ও স্থানীয় লোকজন ঘটনা স্থলে আসলে ওই শিশুটিকে ফেলে ধর্ষণ চেষ্টাকারী নারী লিপ্সু রুস্তুম দৌড় দিয়ে পালিয়ে যায়। এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে গ্রামের মাতবর ও স্থানীয় মেম্বরের উপস্থিতিতে অভিযুক্তকে ২০ হাজার টাকা জরিমানা দিয়ে ও শালিসদারদের গোপনে ৮০ হাজার টাকা দিয়ে বিষয়টি ধামাচাপা দেয় স্থানীয় মাতবররা।
এ খবর ছড়িয়ে পড়লে গ্রামের আরেক পক্ষ ক্ষোভে ফুঁসে ওঠে। সেই সাথে ওই নারী লিপ্সু রুস্তুমের দৃষ্টান্ত মূলক শাস্তি চাই। যেন কেউ এত বড় অপরাধ করে পার না পেয়ে যায়। এর আগে ওই শিশুটি খেলা ধুলা করে বাড়ি ফিরছিল। তবে তাকে ৫০ টাকার লোভ দেখিয়ে ঝোপঝাড়ে নিয়ে মুখ চেপে ধর্ষণের চেষ্টা চালায়। এ ঘটনা ওই শিশুর বড় ভাই তৃতীয় শ্রেনীর ছাত্র ওই রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছিল। বোনের চিৎকার শুনে বাড়ি খবর দিলে লোকজন এসে ওই রুস্তুমকে দাবড় দেয়।
ভুক্তভোগী পরিবার গ্রামের মাতবরদের ভয়ে কথা বলতে চাননা। তবে এরপরও তারা বলছে এ ঘটনায় তারা আইনী আশ্রয় নিতে চেয়েছিল। তবে স্তানীয় মাতবররা এটা বসে সালিশে সমাধান করবে বলে জানায়। এজন্য আর ভয়ে তারা পুলিশকে জানায়নি।
স্থানীয় মেম্বর ইলিয়াস বলেন, শালিসে অভিযুক্ত রুস্তুমকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে তাকে সতর্কতা করে ছেড়ে দেয়া হয়।
ধর্ষণ চেষ্টার অভিযোগকারীর বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তার ঘরে তালা দেয়া ছিল। স্থানীয়দের ধারণা সে পালিয়ে রয়েছে। এর জন্য তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
বোয়ালমারীর ডহরনগর ফাঁড়ি পুলিশ জানায়, এমন ঘটনা তাদের জানা নেই।
প্রিন্ট

মধুখালীতে দোয়া মাহফিল ও গণমাধ্যম কর্মিদের সাথে মতবিনিময় 
এস.এম রবিউল ইসলাম রুবেল, স্টাফ রিপোর্টার 





















