মিজান উর রহমানঃ
আলফাডাঙ্গায় বিএনপির মতবিনিময় ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় আলফাডাঙ্গা উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আলহাজ্ব খন্দকার নাসিরুল ইসলাম।
বক্তব্যে খন্দকার নাসিরুল ইসলাম বলেন, ”আমাকে কেন্দ্র থেকে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়েছে। সেই অনুযায়ী আমি আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালীতে প্রচারণা চালাচ্ছি।”
তিনি আরও বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড এবং পৌরসভা পর্যায়ে শক্তিশালী নির্বাচনী কমিটি গঠন করতে হবে। তৃণমুল পর্যায়ের নেতৃত্বকে সক্রিয় করেই আগামী নির্বাচনে বিএনপি বিজয়ের পথে এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিশেষ অতিথি হিসেবে সভায় আরও উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতাউর রশীদ বাচ্চু, বিএনপি নেতা আজম খান, তানভীর আহমেদ রুবেল, ফরিদপুর জেলা কৃষক দলের সদস্য সচিব মো. মুরাদ হোসেন, ঢাকা উত্তর মহানগর ছাত্রদলের সাবেক ছাত্রনেতা হাসিবুল হাসান হাসিব।
সভায় সভাপতিত্ব করেন আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল মান্নান মিয়া আব্বাস। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাবেক উপজেলা সদস্য সচিব নুরুজ্জামান খসরু।
বক্তারা দলের সার্বিক সাংগঠনিক পরিস্থিতি, এবং আগামী নির্বাচনে দলীয় প্রার্থী ও নেতাকর্মীদের করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তাঁরা বলেন, জনবিচ্ছিন্ন সরকারকে সরিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতেই বিএনপির এই লড়াই।
উক্ত মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সভা শেষে দলীয় শৃঙ্খলা রক্ষার ওপর গুরুত্বারোপ করে আগামী দিনে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী রাজনৈতিক কর্মসূচি সফল করার অঙ্গীকার করেন নেতৃবৃন্দ।
প্রিন্ট

মধুখালীতে দোয়া মাহফিল ও গণমাধ্যম কর্মিদের সাথে মতবিনিময় 
মিজান উর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টার 





















