হুমায়ন আহমেদঃ
চুয়াডাঙ্গা সদর উপজেলার সার্কিট হাউজের অদূরবর্তী স্থান থেকে রফিকুল (৩৬) নামের এক ইজিবাইক চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে সদর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
নিহতের ভাই শফিকুল ইসলাম জানান, তার ভাই রফিকুল সার্কিট হাউজ সংলগ্ন এলাকায় একটি কুঁড়ে ঘরে একাই বসবাস করতেন। আজ সকালে ভাবী তাকে দেখতে এসে ঘরের ভিতরে গলায় রশি পেঁচানো অবস্থায় ঝুলতে দেখেন। পরে ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শরীতুল্লাহ বলেন, “এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড — ময়নাতদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।”
প্রিন্ট

বালিয়াকান্দিতে মোবাইলকোট পরিচালনায় দুই ট্রলি চালককে জরিমানা 
হুমায়ন আহমেদ, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি 





















