মানিক কুমার দাসঃ
ফরিদপুরের মুসলিম মিশন গ্রানাডা স্কুলের প্রধান শিক্ষক শাহরিয়ার আহমেদ খান নিজামি (৫০) মাদক সেবনকালে হাতেনাতে গ্রেফতার হয়েছেন। এ ঘটনায় তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
জানা যায়, বুধবার দুপুরে শহরের একটি রিকশা গ্যারেজের সামনে থেকে ৫০ গ্রাম গাঁজা ও ৫ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতিকুর রহমানের নেতৃত্বে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল এ অভিযান পরিচালনা করে।
স্থানীয় সূত্রে জানা যায়, শাহরিয়ার আহমেদ খান নিজামি দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছিলেন। তার এ হীন কর্মকাণ্ড নিয়ে বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে আগে থেকেই ক্ষোভ বিরাজ করছিল।
বিদ্যালয়ে তার প্রভাবে একটি অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়েছিল এবং শিক্ষার্থীদের মধ্যেও মাদকাসক্ত হওয়ার ঝুঁকি বেড়ে গিয়েছিল বলে জানা যায়।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এসময় প্রধান শিক্ষককে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে ধরা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট তাকে পনেরো দিনের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা জরিমানা করেন এবং কারাগারে পাঠানো হয়।
ঘটনাটি প্রকাশ পেলে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা দেখা দেয়। তারা দ্রুত ওই প্রধান শিক্ষকের পদত্যাগের দাবি জানিয়েছেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বেলায়েত হোসেন বলেন, “জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে যৌথভাবে অভিযান চালানো হয়। আসামিকে ইয়াবা ও গাঁজা সেবনরত অবস্থায় গ্রেফতার করা হয়েছে। পরে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা প্রদান করা হয়।”
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাব-ইন্সপেক্টর সাইফুল ইসলাম বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা নং-৯৯/২৫ দায়ের করেছেন।
প্রিন্ট

মধুখালীতে দোয়া মাহফিল ও গণমাধ্যম কর্মিদের সাথে মতবিনিময় 
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি 





















