ঢাকা , মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি পৌর ক্রিকেট লীগ ২০২৫

১৯ বলে ৫২! সেনবাগের মাঠে ফয়সালের ঝড় – জায়ান্ট ক্রিকেটার্স বিধ্বস্ত!

আবু নাছেরঃ

 

নোয়াখালীর সেনবাগের মাঠে জমে উঠেছে ক্রিকেটপ্রেমীদের বহুল আলোচিত “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি (পিসিএল) পৌর ক্রিকেট লীগ ২০২৫”।

 

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেল ৩টায় অনুষ্ঠিত টুর্নামেন্টের ৪র্থ ম্যাচে রোমাঞ্চ ছড়ায় দুই শক্তিশালী দল — ইয়াং ফাইটার্স ও জায়ান্ট ক্রিকেটার্স।

 

টসে জিতে প্রথমে ব্যাট করে ইয়াং ফাইটার্স। টানা দুই ম্যাচ হেরে আজ মাঠে নামে তারা, তাই ফাইনালের আশা বাঁচাতে ম্যাচটি ছিল বাঁচা–মরার লড়াই। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে প্রতিপক্ষ বোলারদের ছিটকে দেয় তারা। দলের হয়ে ফয়সাল ১৯ বলে ঝড়ো ৫২ রান এবং আলিফ ১৩ বলে বিস্ফোরক ৪২ রান করেন। তাদের দুর্দান্ত পারফরম্যান্সে নির্ধারিত ওভারে দলটি সংগ্রহ করে ১৮৭ রান।

 

জবাবে ব্যাট করতে নেমে জায়ান্ট ক্রিকেটার্সের শুরুটা হয় একদমই স্বপ্নের বিপরীতে। টপ অর্ডার ভেঙে পড়ে একে একে, উইকেট হারিয়ে দলটি শেষ পর্যন্ত ১১.৪ ওভারে ১৪৪ রানে অল আউট হয় — যা এই টুর্নামেন্টে তাদের প্রথম অল আউট! জায়ান্ট ক্রিকেটার্সের পক্ষে সর্বোচ্চ ৮ বলে ২৩ রান করেন ফখরুল, আর ইয়াং ফাইটার্সের হয়ে আকরাম ও রিফাত প্রত্যেকে নেন ৩টি করে উইকেট।

 

ফলাফল— ইয়াং ফাইটার্স ৪৩ রানে জয়লাভ করে মাঠ মাতালো এবং ফিরিয়ে আনলো নিজেদের আত্মবিশ্বাস। অসাধারণ ইনিংস খেলে ‘ম্যান অব দ্যা ম্যাচ’ নির্বাচিত হন ফয়সাল, যিনি ১৯ বলে ৫২ রানের বিধ্বংসী ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

 

সেনবাগ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ ফখরুল ইসলাম টিপু এবং যুবদল নেতা মোঃ আনোয়ার হোসেন উপস্থিত থেকে ম্যাচ শেষে “ম্যান অব দ্যা ম্যাচ’ ফয়সাল এর হাতে তুলে দেন পুরষ্কার।

 

পুরো টুর্নামেন্টের মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত রয়েছে – দৈনিক আজকের বসুন্ধরা, বাংলাদেশ মেইল ২৪.নিউজ, টিভি ৯ বাংলা, বিডি পোস্টস.কম, চ্যানেল এ, নোয়া সময়, দৈনিক প্রভাতী বাংলাদেশ, ক্রাইম রিপোর্ট ২৪.কম, দি জনতা নিউজ, আপডেট বিডি নিউজ ২৪ লাইভ ও বিএনএন।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

শার্শায় সমাবেশে মফিকুল হাসান তৃপ্তিঃ -ক্ষমতায় এলে শিক্ষিত যুবকদের চাকরি ও বেকারভাতা দেবে বিএনপি

error: Content is protected !!

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি পৌর ক্রিকেট লীগ ২০২৫

১৯ বলে ৫২! সেনবাগের মাঠে ফয়সালের ঝড় – জায়ান্ট ক্রিকেটার্স বিধ্বস্ত!

আপডেট টাইম : ১১:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
মোহাম্মদ আবু নাছের, সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি :

আবু নাছেরঃ

 

নোয়াখালীর সেনবাগের মাঠে জমে উঠেছে ক্রিকেটপ্রেমীদের বহুল আলোচিত “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি (পিসিএল) পৌর ক্রিকেট লীগ ২০২৫”।

 

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেল ৩টায় অনুষ্ঠিত টুর্নামেন্টের ৪র্থ ম্যাচে রোমাঞ্চ ছড়ায় দুই শক্তিশালী দল — ইয়াং ফাইটার্স ও জায়ান্ট ক্রিকেটার্স।

 

টসে জিতে প্রথমে ব্যাট করে ইয়াং ফাইটার্স। টানা দুই ম্যাচ হেরে আজ মাঠে নামে তারা, তাই ফাইনালের আশা বাঁচাতে ম্যাচটি ছিল বাঁচা–মরার লড়াই। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে প্রতিপক্ষ বোলারদের ছিটকে দেয় তারা। দলের হয়ে ফয়সাল ১৯ বলে ঝড়ো ৫২ রান এবং আলিফ ১৩ বলে বিস্ফোরক ৪২ রান করেন। তাদের দুর্দান্ত পারফরম্যান্সে নির্ধারিত ওভারে দলটি সংগ্রহ করে ১৮৭ রান।

 

জবাবে ব্যাট করতে নেমে জায়ান্ট ক্রিকেটার্সের শুরুটা হয় একদমই স্বপ্নের বিপরীতে। টপ অর্ডার ভেঙে পড়ে একে একে, উইকেট হারিয়ে দলটি শেষ পর্যন্ত ১১.৪ ওভারে ১৪৪ রানে অল আউট হয় — যা এই টুর্নামেন্টে তাদের প্রথম অল আউট! জায়ান্ট ক্রিকেটার্সের পক্ষে সর্বোচ্চ ৮ বলে ২৩ রান করেন ফখরুল, আর ইয়াং ফাইটার্সের হয়ে আকরাম ও রিফাত প্রত্যেকে নেন ৩টি করে উইকেট।

 

ফলাফল— ইয়াং ফাইটার্স ৪৩ রানে জয়লাভ করে মাঠ মাতালো এবং ফিরিয়ে আনলো নিজেদের আত্মবিশ্বাস। অসাধারণ ইনিংস খেলে ‘ম্যান অব দ্যা ম্যাচ’ নির্বাচিত হন ফয়সাল, যিনি ১৯ বলে ৫২ রানের বিধ্বংসী ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

 

সেনবাগ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ ফখরুল ইসলাম টিপু এবং যুবদল নেতা মোঃ আনোয়ার হোসেন উপস্থিত থেকে ম্যাচ শেষে “ম্যান অব দ্যা ম্যাচ’ ফয়সাল এর হাতে তুলে দেন পুরষ্কার।

 

পুরো টুর্নামেন্টের মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত রয়েছে – দৈনিক আজকের বসুন্ধরা, বাংলাদেশ মেইল ২৪.নিউজ, টিভি ৯ বাংলা, বিডি পোস্টস.কম, চ্যানেল এ, নোয়া সময়, দৈনিক প্রভাতী বাংলাদেশ, ক্রাইম রিপোর্ট ২৪.কম, দি জনতা নিউজ, আপডেট বিডি নিউজ ২৪ লাইভ ও বিএনএন।


প্রিন্ট