আসলাম বেপারীঃ
ফরিদপুরের চরভদ্রাসনে অভিযান চালিয়ে ১৫০ গ্রাম গাঁজাসহ শেখ সোলায়মান (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৪ অক্টোবর) রাতে উপজেলার শালেপুর পশ্চিম গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
চরভদ্রাসন থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মাহমুদুল হাসান ও এসআই মো. ফরহাদ শেখের নেতৃত্বে পুলিশের একটি দল সোমবার রাত পৌনে ১০টার দিকে শালেপুর পশ্চিম গ্রামের আলিমুদ্দিন চোকদারের ডাঙ্গী এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে শেখ সোলায়মানকে ধাওয়া দিয়ে আটক করা হয়।
পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তার দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে ২৫টি পুড়িয়ায় থাকা ৫০ গ্রাম এবং হাতে থাকা একটি ব্যাগ থেকে আরও ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। উদ্ধারকৃত মোট ১৫০ গ্রাম গাঁজার আনুমানিক বাজারমূল্য ৩,০০০ টাকা বলে পুলিশ জানিয়েছে।
চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার সোলায়মান দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়েছে। আজ বেলা ১টার দিকে আসামিকে ফরিদপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
প্রিন্ট

বালিয়াকান্দিতে মোবাইলকোট পরিচালনায় দুই ট্রলি চালককে জরিমানা 
আসলাম বেপারী, স্টাফ রিপোর্টার 





















