মানিক কুমার দাসঃ
ফরিদপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ে আজ বুধবার সকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সোহরাব হোসেন ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জনস্বাস্থ্য নির্বাহী প্রকৌশলী সুমন কর , এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তন্ময় ইসলাম, জেলা সিভিল সার্জন অফিসের সেনেটারি ইন্সপেক্টর বজলুর রশিদ খান, এ সময় বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এনজিওর কর্মকর্তাবৃন্দ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা বিশ্ব হাত ধোয়া দিবসে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা এবং সঠিক নিয়ম অনুযায়ী হাত ধোয়ার কৌশল চর্চা করার জন্য সবাইকে আহ্বান জানান।
প্রিন্ট

বালিয়াকান্দিতে মোবাইলকোট পরিচালনায় দুই ট্রলি চালককে জরিমানা 
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি 





















