বোরহানুজ্জামান আনিসঃ
ফরিদপুরের নগরকান্দা পৌর বিএনপিরনেতৃবৃন্দের সাথে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুর মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার লস্করদিয়ার ওবায়েদ মঞ্জিল মাঠে এ মডবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপি সহ-সভাপতি সানোয়ার হোসেন।
আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে পৌর বিএনপি ও তার অঙ্গ সংগঠনের সকল নেতা কর্মীদের মধ্যে ভুল বোঝাবুঝি সমাধানের লক্ষেই এ মত বিনিময় সভার আয়োজন করেন নগরকান্দা পৌর বিএনপি।মত বিনিময় সভায় সকাল থেকেই নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে উপস্থিত হতে থাকে। পরে মত বিনিময় সভাটি জনসভায় পরিণত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, উপজেলা বি এন পি’র সাবেক সাধারন সম্পাদক সাইফুর রহমান মুকুল, সহ-সভাপতি মাহাবুব আলী মিঞা, আলিমুজ্জামান সেলু, জেলা যুবদলের সহ- সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন হেলাল, যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ, রবিউল ইসলাম বাবু, একে আজাদ হোসেনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি শামা ওবায়েদ ইসলাম রিংকু তার বক্তব্য বলেন, আগামী নির্বাচনে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদেরকে সকল ধরনের ভুল বোঝাবুঝি ভুলে যেতে হবে। সকলকে এক সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ধানের শীষের জন্য ভোট সংগ্রহ করতে হবে। আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন একটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বলে বেড়াচ্ছেন ভোট দিলে দাঁড়িপাল্লায়- ভোট পাবেন আল্লাায়। এরকম ইসলাম বিদ্বেষী কথা বলা ঠিকনা। এ সমস্ত ইসলাম বিদ্বেষী কথা বলে মানুষকে ভোলানো যাবে না।
প্রিন্ট

মধুখালীতে দোয়া মাহফিল ও গণমাধ্যম কর্মিদের সাথে মতবিনিময় 
বোরহানুজ্জামান আনিস, নিজস্ব প্রতিনিধি 





















