রনি আহমেদ রাজুঃ
দেশে আবারও বেড়েছে ভোজ্যতেলের দাম। বোতলজাত সয়াবিন, খোলা সয়াবিন ও পাম তেলের দামে ঊর্ধ্বগতি দেখা গেছে। সোমবার (১৩ অক্টোবর) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন এ দাম ঘোষণা করে।
নতুন মূল্য অনুযায়ী, বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার ৬ টাকা বেড়ে হয়েছে ১৯৫ টাকা, খোলা সয়াবিন তেল ৩ টাকা বেড়ে হয়েছে ১৭৭ টাকা, পাম তেল প্রতি লিটার ১৩ টাকা বেড়ে হয়েছে ১৬৩ টাকা, এবং ৫ লিটারের বোতলজাত সয়াবিন এখন থেকে কিনতে হবে ৯৪৫ টাকা দিয়ে।
এর আগে গত আগস্টে সয়াবিন তেলের দাম বাড়াতে চাইলেও সরকার ও বাণিজ্য মন্ত্রণালয়ের আপত্তিতে তা বাস্তবায়ন হয়নি। ব্যবসায়ীরা তখন প্রতি লিটারে ১০ টাকা বাড়ানোর প্রস্তাব দিলেও মন্ত্রণালয় অনুমতি দেয় মাত্র ১ টাকা বাড়াতে। এতে ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করেন এবং গণমাধ্যমে কিছু জানানো হয়নি।
তবে এবার মন্ত্রণালয়ের সঙ্গে নতুন করে বৈঠক শেষে ব্যবসায়ীরা দাম বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর করেছেন।
এই মূল্যবৃদ্ধি ভোক্তা পর্যায়ে বাড়তি চাপ সৃষ্টি করবে বলে আশঙ্কা করা হচ্ছে, বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষের জন্য এটি একটি বড় আর্থিক চাপ হয়ে দাঁড়াতে পারে।
প্রিন্ট

মধুখালীতে দোয়া মাহফিল ও গণমাধ্যম কর্মিদের সাথে মতবিনিময় 
রনি আহমেদ রাজু, নিজস্ব প্রতিনিধি 





















