মুস্তাফিজুর রহমান শিমুলঃ
ফরিদপুরের চরভদ্রাসনে দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ উদ্যাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” এই প্রতিপাদ্য নিয়ে সোমবার(১৩ অক্টবর)সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে একই স্থানে এসে শেষ হয়। পরে পরিষদ চত্বরে অগ্নিকান্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়ায় অংশ নেন ফায়ার সার্ভিস কর্মীরা।
মহড়া শেষে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম, সমাজসেবা কর্মকর্তা জাহীদ তালুকদার, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমীন আক্তার, মত্স্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব, গাজিরটেক ইউপি চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলী ও উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন মাষ্টার মুর্তজা ফকির প্রমুখ।
প্রিন্ট

মধুখালীতে দোয়া মাহফিল ও গণমাধ্যম কর্মিদের সাথে মতবিনিময় 
মুস্তাফিজুর রহমান শিমুল, চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি 





















