বোরহানুজ্জামান আনিসঃ
টাইফয়েড জ্বর প্রতিরোধের টিকা নেবো দল বেঁধে” -এই শ্লোগানকে সামনে রেখে
ফরিদপুরের নগরকান্দায় টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধনীঅনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১২ অক্টোবর রবিবার সকাল ১০ টায় সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমি হল রুমে আনুষ্ঠানিক ভাবে এ কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: জয়দেব কুমার সরকার, প্রাণী সম্পদ কর্মকর্তা সাইফুল ইসলাম, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার ইরা গোস্বামী,সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমির প্রধান শিক্ষক বেলায়েত হোসেন মিয়াসহ শিক্ষক ও শিক্ষার্থীরা।
এসময় স্কুলের শিক্ষার্থীদের টাইফয়েড টিকা পুশ করার মধ্য দিয়ে টিকাদান ক্যাম্পেইন শুভ উদ্বোধন করা হয়।
এ উপজেলায় ৯ মাস থেকে ১৫ বছর বয়সী ৫৫ হাজার ২০৭ জন শিশুদের টাইফয়েড টিকা দেওয়া হবে। আগামী ১২ নভেম্বর এ কার্যক্রম শেষ হবে।
প্রিন্ট

বালিয়াকান্দিতে মোবাইলকোট পরিচালনায় দুই ট্রলি চালককে জরিমানা 
বোরহানুজ্জামান আনিস, নিজস্ব প্রতিনিধি 





















