বাদশাহ মিয়াঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে বিএনপির সহযোগী সংগঠন, মুকসুদপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তফা গাজী এবং উপজেলার মহারাজপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ এনামুল হাসান মাসুদকে দলীয় শৃঙ্খলা ভংগের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হিরা এবং সদস্য সচিব মাহমুদ হাসানের স্বাক্ষরিত একটি চিঠিতে, মুকসুদপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তফা গাজীকে, দলীয় শৃঙ্খলা ভংগের অভিযোগে কারণ দর্শানোর জন্য এ নোটিশ দিয়েছেন।

অপরদিকে একই দিনে মুকসুদপুর উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজ হাসানের স্বাক্ষরিত একটি চিঠিতে, উপজেলার মহারাজপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ এনামুল হাসান মাসুদকে দলীয় শৃঙ্খলা ভংগের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন।
চিঠিতে তিন কার্যদিবসের মধ্যে সঠিক জবাব না দিলে দলীয় সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করেন।
জানাযায়, গত বৃহস্পতিবার রাতে উপজেলার মহারাজপুর ইউনিয়নের বনগ্রাম বাজারে ঘর উত্তোলন করাকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষ হয়, এতে একজন গুরুতর আহত অবস্থায় মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। এই ঘটনায় দু’জনকে এই নোটিশ প্রদান করা হয়।
এবিষয়ে মোস্তফা গাজী বলেন, আমি নোটিশের জবাব দিতে গোপালগঞ্জ যাচ্ছি। আমার কাগজপত্র আছে, আমার জায়গায় আমি ঘর তুলতে গেছি। এথানে আমার কোন দোষ নেই। কেউ হয়তো আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছে।
এবিষয়ে জানতে চাইলে এনামুল হাসান মাসুদ বলেন, নোটিশ হাতে পেয়ে আমি জবাব দিয়েছি। মোস্তফা গাজীর ঘর উত্তোলন নিয়ে যে ঘটনা ঘটেছে আমি এর কোন কিছুতেই ছিলাম না। আমি এবিষয়ে কিছু না জনা সত্বেও আমাকে দোষারোপ করা হয়েছে।
প্রিন্ট

মধুখালীতে দোয়া মাহফিল ও গণমাধ্যম কর্মিদের সাথে মতবিনিময় 
বাদশাহ মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি 





















