ঢাকা , মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

হাতিয়ায় বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমে উপ-কমিটি গঠন

হানিফ উদ্দিন সাকিবঃ

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা ও সংসদীয় আসনভিত্তিক ‘প্রাথমিক সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম ২০২৫’ বাস্তবায়নের লক্ষ্যে নোয়াখালীর হাতিয়া উপজেলায় উপ-কমিটি গঠন করা হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, এ কার্যক্রমের মাধ্যমে সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করা, নতুন কর্মী অন্তর্ভুক্ত করা এবং দীর্ঘদিনের নিষ্ক্রিয় সদস্যদের পুনরায় সক্রিয় করার উদ্যোগ নেওয়া হয়েছে।

 

হাতিয়া উপজেলা বিএনপির উপ-কমিটিতে আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাসুদুর রহমান বাবর, যিনি দীর্ঘদিন ধরে দলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং মাঠ পর্যায়ে একজন সক্রিয় সংগঠক হিসেবে সুপরিচিত। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন লুৎফুল্লাহিল মজিদ নিশান, যিনি তরুণ নেতৃত্বের প্রতিনিধিত্ব করছেন।

 

অন্যদিকে, হাতিয়া পৌরসভা বিএনপির উপ-কমিটিতে আহবায়ক করা হয়েছে আবু শাহাদাত মো. মোকাররম বিল্লাহকে, আর সদস্য সচিবের দায়িত্বে রয়েছেন আশিক ইকবাল। এই কমিটি পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম ছড়িয়ে দিতে ইতোমধ্যেই প্রস্তুতি শুরু করেছে।

 

উপজেলা ও পৌরসভা পর্যায়ের এই দুটি উপ-কমিটির অনুমোদন দিয়েছেন জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো এবং সদস্য সচিব মো. হারুনুর রশিদ আজাদ। বার্তা প্রেরণ করেন এডভোকেট রবিউল হাসান পলাশ, যিনি জেলা বিএনপির সদস্য (অতিরিক্ত দায়িত্বদপ্তর) হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

দলীয় নেতৃবৃন্দ জানান, হাতিয়ায় এই নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের মাধ্যমে বিএনপি তাদের সাংগঠনিক অবস্থানকে আরও সুদৃঢ় করতে চায়। এর ফলে ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে নতুন উদ্যম ও গতি আসবে বলে আশা করছেন তারা।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

শার্শায় সমাবেশে মফিকুল হাসান তৃপ্তিঃ -ক্ষমতায় এলে শিক্ষিত যুবকদের চাকরি ও বেকারভাতা দেবে বিএনপি

error: Content is protected !!

হাতিয়ায় বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমে উপ-কমিটি গঠন

আপডেট টাইম : ১১:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
হানিফ উদ্দিন সাকিব, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি :

হানিফ উদ্দিন সাকিবঃ

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা ও সংসদীয় আসনভিত্তিক ‘প্রাথমিক সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম ২০২৫’ বাস্তবায়নের লক্ষ্যে নোয়াখালীর হাতিয়া উপজেলায় উপ-কমিটি গঠন করা হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, এ কার্যক্রমের মাধ্যমে সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করা, নতুন কর্মী অন্তর্ভুক্ত করা এবং দীর্ঘদিনের নিষ্ক্রিয় সদস্যদের পুনরায় সক্রিয় করার উদ্যোগ নেওয়া হয়েছে।

 

হাতিয়া উপজেলা বিএনপির উপ-কমিটিতে আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাসুদুর রহমান বাবর, যিনি দীর্ঘদিন ধরে দলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং মাঠ পর্যায়ে একজন সক্রিয় সংগঠক হিসেবে সুপরিচিত। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন লুৎফুল্লাহিল মজিদ নিশান, যিনি তরুণ নেতৃত্বের প্রতিনিধিত্ব করছেন।

 

অন্যদিকে, হাতিয়া পৌরসভা বিএনপির উপ-কমিটিতে আহবায়ক করা হয়েছে আবু শাহাদাত মো. মোকাররম বিল্লাহকে, আর সদস্য সচিবের দায়িত্বে রয়েছেন আশিক ইকবাল। এই কমিটি পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম ছড়িয়ে দিতে ইতোমধ্যেই প্রস্তুতি শুরু করেছে।

 

উপজেলা ও পৌরসভা পর্যায়ের এই দুটি উপ-কমিটির অনুমোদন দিয়েছেন জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো এবং সদস্য সচিব মো. হারুনুর রশিদ আজাদ। বার্তা প্রেরণ করেন এডভোকেট রবিউল হাসান পলাশ, যিনি জেলা বিএনপির সদস্য (অতিরিক্ত দায়িত্বদপ্তর) হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

দলীয় নেতৃবৃন্দ জানান, হাতিয়ায় এই নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের মাধ্যমে বিএনপি তাদের সাংগঠনিক অবস্থানকে আরও সুদৃঢ় করতে চায়। এর ফলে ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে নতুন উদ্যম ও গতি আসবে বলে আশা করছেন তারা।


প্রিন্ট