মানিক কুমার দাসঃ
ফরিদপুর উন্নয়ন কমিটি বৃহওর ফরিদপুরের উন্নয়নে নিম্নে বর্ণিত দাবিসমূহ সমন্বয়ে একটি স্মারক লিপি জেলা প্রশাসক, ফরিদপুরের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর নিকট প্রদান করা হয়। আজ বৃহস্পতিবার জেলা প্রশাসক কার্যালয়ে তাদের বিভিন্ন দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় সংগঠনের স্মারকলিপি গ্রহণ করেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ফরিদপুর উন্নয়ন কমিটি আশাবাদ ব্যক্ত করছে যে, বর্তমান সরকারের সময়েই মধ্যে দাবিসমূহ বাস্তবায়িত হয়ে ফরিদপুর তার যোগ্য মর্যাদায় অধিষ্ঠিত হবে।
দাবি সমূহঃ ১) ফরিদপুর বিভাগ বাস্তবায়ন চাই; ২) পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চাই; ৩)দৌলতদিয়া-
পাটুরিয়া দ্বিতীয় পদ্মাসেতু চাই; ৪) ফরিদপুর-ভাঙ্গা মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণ চাই; ৫) ভাঙ্গায় মান মন্দিরকে কেন্দ্র করে একটি সায়েন্স সিটি চাই, ৬) ফরিদপুরে গ্যাস সংযোগ চাই; ৭) মহিলা ক্যাডেট কলেজ চাই; ৮) টেপাখোলা লেক থেকে ভুবনেশ্বর নদী খনন করে পদ্মা নদীর সাথে সংযোগ চাই; ৯) বাইশরশি জমিদার বাড়ীসহ ফরিদপুরের প্রত্নতান্ত্রিক নিদর্শন সমূহের সংরক্ষণ চাই; ১০) কবি জসীমউদ্দীন স্মৃতি কমপ্লেক্সকে পরিপূর্ণ পর্যন্টন কেন্দ্র হিসেবে রূপান্তর চাই।
স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ডাঃ এম এ জলিল-সাধারণ সম্পাদক প্রফেসর মোঃ আব্দুল আজিজ। অন্যান্য সদস্যবৃন্দের মধ্য উপস্থিত ছিলেন অ্যাড. আবদুস সামাদ, সদস্য সাংবাদিক-পান্না বালা, অধ্যাপক তারেক আইয়ুব খান, মাহবুব হোসেন পিয়াল, অধ্যাপক আজাদ উদ্দিন, অধ্যাপক মো. মাহবুবর রহমান, মোঃ হাফিজুর রহমার মিঞা, আলাউদ্দিন আহম্মদ প্রমুখ।
প্রিন্ট

বালিয়াকান্দিতে মোবাইলকোট পরিচালনায় দুই ট্রলি চালককে জরিমানা 
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি 





















