মানিক কুমার দাসঃ
ফরিদপুরে স্বামীর চাকুর আঘাতে স্ত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে।
আজ বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে স্ত্রী লিপি বেগম (৪৫) কে তার স্বামী-মোঃ শফিকুল ইসলাম কালা (৬০) পারিবারিক কলহের জের ধরে ছুরি দিয়া গলায় পোচ মারে আঘাত করে
পালিয়ে যায়। এরপর লিপি বেগম গুরুতর অসুস্থ হয়ে পড়লে আশপাশের লোকজন এগিয়ে এসে চিকিৎসার জন্য ফরিদপুর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সংবাদ পেয়ে কোতোয়ালি থানা পুলিশ সদর হাসপাতালে উপস্থিত হয়ে
লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুতপূর্বক ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
এদিকে উক্ত ব্যক্তি বিভিন্ন অজুহাতে তার স্ত্রীকে মারধর করতেন বলে পরিবারের সদস্যরা জানান। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রিন্ট

বালিয়াকান্দিতে মোবাইলকোট পরিচালনায় দুই ট্রলি চালককে জরিমানা 
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি 





















