আব্দুল হামিদ মিঞাঃ
“চাকরিচ্যুত বৈধ কর্মকর্তা-কর্মচারীদের পুনর্বহাল, ব্যাংকের নীতিমালা অনুযায়ী যোগ্য প্রার্থীদের নিয়োগ ও এস আলম কর্তৃক ইসলামী ব্যাংকে কথিত অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে ইসলামী ব্যাংক বাঘা শাখার বিনিয়োগ গ্রাহক ও একাউন্ট হোল্ডারসহ স্থানীয় ব্যবসায়ীরা মানববন্ধন কর্মসূচি পালনের মাধ্যমে তারা এসব দাবি করেছেন।
সোমবার (৬ অক্টোবর ) বাঘা জিরোপয়েন্ট এলাকায় ইসলামী ব্যাংক শাখার সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা বলেন,“২০১৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত এস আলম গ্রুপ কর্তৃক ইসলামী ব্যাংকে অবৈধভাবে নিয়োগের মাধ্যমে অযোগ্য ব্যক্তিদের চাকরি দেওয়া হয়েছে।
এতে বৈধ ও যোগ্য কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যুত করা হয়েছে, যা ব্যাংকের নীতিমালার পরিপন্থী।” ইসলামী ব্যাংকের স্বচ্ছতা ও সুনাম রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে তারা আরও বলেন,“চাকরিচ্যুত বৈধ কর্মকর্তা-কর্মচারীদের পুনর্বহাল এবং ভবিষ্যতে যোগ্য প্রার্থীদের ব্যাংকের নীতিমালা অনুযায়ী নিয়োগ দিতে হবে।”
উপস্থিত ছিলেন-বিনিয়োগ গ্রাহক বিশিষ্ট ব্যবসায়ী তারিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার রেজাউল করিম, একাউন্ট হোল্ডার শাহাদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মহসিন আলী, জাহাঙ্গীর হোসেন, গার্মেন্টস ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিক জিবরাইল, আব্দুল খালেক, আমিনুল ইসলাম ও ব্যবসায়ী রুবেল আলী প্রমুখ।
প্রিন্ট

মধুখালীতে দোয়া মাহফিল ও গণমাধ্যম কর্মিদের সাথে মতবিনিময় 
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি 





















