হুমায়ুন কবির তুহিনঃ
ফরিদপুরের সদরপুর উপজেলায় মৎস্য রক্ষা ও সংরক্ষণ অভিযান চালিয়ে অবৈধভাবে মাছ ধরার অপরাধে ৩ জন জেলেকে অর্থদণ্ড ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৬ অক্টোবর) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন সদরপুর উপজেলার নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাবা জাকিয়া সুলতানা। মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর ৫(১) ধারা অনুযায়ী ওই ৩ জেলেকে প্রত্যেককে ১,০০০/- (এক হাজার) টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে ১৫ (পনেরো) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযানে নিষিদ্ধ সময়ে মাছ ধরার জন্য ব্যবহৃত জাল ও অন্যান্য উপকরণ জব্দ করা হয়। ইউএনও জানান, ইলিশের প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরা দুঃখজনক এবং এতে ইলিশের উৎপাদন ব্যাহত হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
প্রিন্ট

বালিয়াকান্দিতে মোবাইলকোট পরিচালনায় দুই ট্রলি চালককে জরিমানা 
হুমায়ুন কবির তুহিন, সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি 





















