সাহিদা পারভীনঃ
মিলিত প্রচেষ্টার দীপ্তি – এই প্রতিপাদ্য সামনে রেখে রবিবার রাজবাড়ীর কালুখালী উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন বর্ণাঢ্য শোভাযাত্রার ও আলোচনা সভার আয়োজন করে। শোভাযাত্রাটি কালুখালী উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ের সামনে থেকে বের হয়। এটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালুখালী সরকারী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আব্দুল হামিদ খান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপজেলা সহকারী কমিশনার( ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ, মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়ছার, কালুখালী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, কালুখালী সরকারী কলেজের সহকারী অধ্যাপক মোঃ বজলুর রশিদ, ছাকেন আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাজাহান আলী শেখ, রতনদিয়া রজনীকান্ত মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়ুব আলী, রায়নগর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ লুৎফর রহমান, কালুখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহমত আলী খান প্রমুখ বক্তব্য রাখেন।
প্রিন্ট

বালিয়াকান্দিতে মোবাইলকোট পরিচালনায় দুই ট্রলি চালককে জরিমানা 
সাহিদা পারভীন, কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি 





















