মোঃ আরিফুল হাসানঃ
ফরিদপুরের মধুখালী উপজেলায় মা ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫ উপলক্ষে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত (১৯ আশ্বিন থেকে ৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ) চলমান এ অভিযানের অংশ হিসেবে উপজেলা টাস্কফোর্স কমিটি, মধুখালী কর্তৃক গড়াই নদীতে অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রবীত্র কুমার দাস। এ সময় অবৈধভাবে ইলিশ আহরণে ব্যবহৃত ১২টি চায়না দুয়ারী জাল এবং ১টি ভেসালের জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। পাশাপাশি জেলেদের মধ্যে মা ইলিশ সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়।
প্রবীণ কুমার দাস বলেন, “ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষা করা জাতীয় দায়িত্ব। সবাইকে সচেতন হতে হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম পর্যাপ্ত ইলিশ সম্পদ পায়।” মা ইলিশ সংরক্ষণে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের এই ধারাবাহিক অভিযান স্থানীয় জনগণ ও জেলেদের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
প্রিন্ট

মধুখালীতে দোয়া মাহফিল ও গণমাধ্যম কর্মিদের সাথে মতবিনিময় 
মোঃ আরিফুল হাসান, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি 





















