ঢাকা , রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মধুখালীতে দোয়া মাহফিল ও গণমাধ্যম কর্মিদের সাথে মতবিনিময় Logo বাঘায় মুক্তিযোদ্ধার সাথে সংসদ সদস্য প্রার্থী চাঁদের মতবিনিময় Logo শিবগঞ্জে চোখ উপড়ে পাহারাদারকে হত্যা Logo মধুখালীতে সাংবাদিক সাগর চক্রবর্তীর মোটরসাইকেল চুরি Logo বালিয়াকান্দিতে মোবাইলকোট পরিচালনায় দুই ট্রলি চালককে জরিমানা  Logo বগুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের মধ্য পালশা ডে নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত Logo তানোর বিএনপির রাজনীতিতে জাহাঙ্গীরকে দায়িত্বশীল পদে দেখতে চায় তৃণমুল Logo কালুখালীতে জাতীয় সমবায় দিবস পালিত Logo তানোরে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু Logo হিলিতে বিদুৎ স্পৃষ্টে নিহত-১আহত হয়েছে ৬ জন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

দৌলতপুর সীমান্তে পূজা বিসর্জনে দুই বাংলার মানুষ মাঝে বেঁধেছে মমতার বন্ধন

মোঃ জিয়াউর রহমানঃ

 

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে দূর্গা পূজার বিসর্জনে কিছু সময় আনন্দ উৎসবে মেতেছিল দুই বাংলার মানুষ। আজ বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ-ভারত দুই দেশের সীমান্তরক্ষীদের উপস্থিতিতে মাথাভাঙ্গা নদীর দুইপাড়ে বসেছিল জনস্রোতের মিলন মেলা।

 

বিজয়া আনন্দে নদীপাড় থেকে দাড়িয়ে তারা ওপারের নিকট আত্মীয়দের একনজর দেখে অশ্রæ সজল নয়নে আত্মীয়তার বন্ধনও করেছে অটুট। তবে সীমান্তরক্ষীদের কড়া নিরাপত্তার কারনে সন্ধ্যা ঘনিয়ে আসার আগেই পূজা বিসর্জন শেষ হলে সাঙ্গ হয় দুই দেশের নদীপাড়ের মিলন মেলা।

 

ওপারে ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার শিকারপুর সীমান্ত আর এপারে বাংলাদেশের কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ধর্মদহ সীমান্ত (ভারলের মাঠ)। মাঝখানের সরু মাথাভাঙ্গা নদী তার সীমানা। এ নদীর দুইপাড়ে দূর্গোৎসবের পূজা বিসর্জনে কাটাতারের সীমানা বিভেদ ভুলে দুই দেশের মানুষের মধ্যে কিছু সময়ের জন্য ঘটেছিল নদীপাড়ে দাড়িয়ে আনন্দ ও সোহার্দপূর্ণ মিলন।

 

দেবী দূর্গাকে বিসর্জন দিতে এসে দুই দেশের মানুষ সোহার্দ ও সম্প্রীতির বন্ধনকে করেছে অটুট। মাথাভাঙ্গা নদীর দূইপাড় থেকে তাদের মধ্যে হয়েছে কুশল বিনিময়। অশ্রæসজল নয়নে আত্মীয় স্বজনরা একে অপরকে বেঁধেছে মমতার বন্ধনে।

 

যারা পাসপোর্ট-ভিসা করে এদেশ থেকে ভারতে যাতায়াত করতে পারেন না, তাদের জন্য বছরে একটি উৎসবের অপেক্ষা। আর তা হলো দূর্গোৎসবের বিসর্জন। যারা আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দুই দেশে যাতায়াত করতে পারেননা তাদের অপেক্ষার অবসান হয় বিজয় দশমীর দূর্গার বিসর্জন ক্ষণে।

 

দুপুর হতে না হতেই ব্যকুল হয়ে থাকা মানুষগুলো ছুটে যান মাথাভাঙ্গা নদীপাড়ে আপনজনের দেখা পেতে। অশ্রুসজল নয়নে দূরদৃষ্টি দিয়ে দেখতে থাকেন এপার ও ওপারে থাকা আপনজনদের। দীর্ঘদিন পর একপলক দেখা পেতেই মিলে মনের শান্তি। ফিরে প্রশান্তির স্বস্থি এমনটা জানিয়েছেন আশরাফুল ইসলাম নামে এক স্কুল শিক্ষক। তিনি প্রতিবছরই এভাবে ওপারের স্বজনদের সাথে দেখা করতে ছুটে যান ধর্মদহ সীমান্তের ভারলের মাঠে।

 

দুই দেশের সীমান্তরক্ষী বিজিবি-বিএসএফ’র কড়া নজরদারি থাকলেও কিছু সময়ের জন্য তারাও সীমানা নজরদারি ভুলে নদীর দুইপাড়ে থাকা দুই দেশের বাঙ্গালীদের সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হতে সহায়তা করে থাকেন। তবে সন্ধ্যা ঘনিয়ে আসার আগেই পূজার বিসর্জন শেষ হয়। সেইসাথে সাঙ্গ হয় সম্প্রীতি ও সোহার্দের মিলন বন্ধন। অপেক্ষা আরো একটি বছরের।

 

এদিকে সারা দেশের ন্যায় কুষ্টিয়ার দৌলতপুরে আজ বৃহস্পতিবার বিসর্জনের মধ্যদিয়ে শেষ হয়েছে শারদীয় দূর্গোৎসব। কড়া নিরাপত্তায় বিকেল ৪টার পর থেকে দেবী দূর্গাসহ প্রতিমাগুলো নেওয়া হয পদ্মা ও মাথাভাঙ্গা নদীসহ বিভিন্ন স্থানে। দৌলতপুরে এবছর ১২টি মন্দিরে অনুষ্ঠিত হয় শারদীয় দূর্গোৎসব। দৌলতপুরে প্রতিমা বিসর্জন উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে প্রশাসন।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

লাহিড়ীপাড়া ইউনিয়নে জনগণের আস্থার প্রতীক ধানের শীষের সৈনিক এনামুল হক উকিল

error: Content is protected !!

দৌলতপুর সীমান্তে পূজা বিসর্জনে দুই বাংলার মানুষ মাঝে বেঁধেছে মমতার বন্ধন

আপডেট টাইম : ১০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
মোঃ জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :

মোঃ জিয়াউর রহমানঃ

 

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে দূর্গা পূজার বিসর্জনে কিছু সময় আনন্দ উৎসবে মেতেছিল দুই বাংলার মানুষ। আজ বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ-ভারত দুই দেশের সীমান্তরক্ষীদের উপস্থিতিতে মাথাভাঙ্গা নদীর দুইপাড়ে বসেছিল জনস্রোতের মিলন মেলা।

 

বিজয়া আনন্দে নদীপাড় থেকে দাড়িয়ে তারা ওপারের নিকট আত্মীয়দের একনজর দেখে অশ্রæ সজল নয়নে আত্মীয়তার বন্ধনও করেছে অটুট। তবে সীমান্তরক্ষীদের কড়া নিরাপত্তার কারনে সন্ধ্যা ঘনিয়ে আসার আগেই পূজা বিসর্জন শেষ হলে সাঙ্গ হয় দুই দেশের নদীপাড়ের মিলন মেলা।

 

ওপারে ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার শিকারপুর সীমান্ত আর এপারে বাংলাদেশের কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ধর্মদহ সীমান্ত (ভারলের মাঠ)। মাঝখানের সরু মাথাভাঙ্গা নদী তার সীমানা। এ নদীর দুইপাড়ে দূর্গোৎসবের পূজা বিসর্জনে কাটাতারের সীমানা বিভেদ ভুলে দুই দেশের মানুষের মধ্যে কিছু সময়ের জন্য ঘটেছিল নদীপাড়ে দাড়িয়ে আনন্দ ও সোহার্দপূর্ণ মিলন।

 

দেবী দূর্গাকে বিসর্জন দিতে এসে দুই দেশের মানুষ সোহার্দ ও সম্প্রীতির বন্ধনকে করেছে অটুট। মাথাভাঙ্গা নদীর দূইপাড় থেকে তাদের মধ্যে হয়েছে কুশল বিনিময়। অশ্রæসজল নয়নে আত্মীয় স্বজনরা একে অপরকে বেঁধেছে মমতার বন্ধনে।

 

যারা পাসপোর্ট-ভিসা করে এদেশ থেকে ভারতে যাতায়াত করতে পারেন না, তাদের জন্য বছরে একটি উৎসবের অপেক্ষা। আর তা হলো দূর্গোৎসবের বিসর্জন। যারা আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দুই দেশে যাতায়াত করতে পারেননা তাদের অপেক্ষার অবসান হয় বিজয় দশমীর দূর্গার বিসর্জন ক্ষণে।

 

দুপুর হতে না হতেই ব্যকুল হয়ে থাকা মানুষগুলো ছুটে যান মাথাভাঙ্গা নদীপাড়ে আপনজনের দেখা পেতে। অশ্রুসজল নয়নে দূরদৃষ্টি দিয়ে দেখতে থাকেন এপার ও ওপারে থাকা আপনজনদের। দীর্ঘদিন পর একপলক দেখা পেতেই মিলে মনের শান্তি। ফিরে প্রশান্তির স্বস্থি এমনটা জানিয়েছেন আশরাফুল ইসলাম নামে এক স্কুল শিক্ষক। তিনি প্রতিবছরই এভাবে ওপারের স্বজনদের সাথে দেখা করতে ছুটে যান ধর্মদহ সীমান্তের ভারলের মাঠে।

 

দুই দেশের সীমান্তরক্ষী বিজিবি-বিএসএফ’র কড়া নজরদারি থাকলেও কিছু সময়ের জন্য তারাও সীমানা নজরদারি ভুলে নদীর দুইপাড়ে থাকা দুই দেশের বাঙ্গালীদের সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হতে সহায়তা করে থাকেন। তবে সন্ধ্যা ঘনিয়ে আসার আগেই পূজার বিসর্জন শেষ হয়। সেইসাথে সাঙ্গ হয় সম্প্রীতি ও সোহার্দের মিলন বন্ধন। অপেক্ষা আরো একটি বছরের।

 

এদিকে সারা দেশের ন্যায় কুষ্টিয়ার দৌলতপুরে আজ বৃহস্পতিবার বিসর্জনের মধ্যদিয়ে শেষ হয়েছে শারদীয় দূর্গোৎসব। কড়া নিরাপত্তায় বিকেল ৪টার পর থেকে দেবী দূর্গাসহ প্রতিমাগুলো নেওয়া হয পদ্মা ও মাথাভাঙ্গা নদীসহ বিভিন্ন স্থানে। দৌলতপুরে এবছর ১২টি মন্দিরে অনুষ্ঠিত হয় শারদীয় দূর্গোৎসব। দৌলতপুরে প্রতিমা বিসর্জন উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে প্রশাসন।


প্রিন্ট