আব্দুল হামিদ মিঞাঃ
রাজশাহীর বাঘায় শারদীয় দুর্গোৎসবে শিশুদের আনন্দ দিতে মন্দিরে চকলেট বিতরণ করা হয়েছে। বৃহসপতিবার(০২-১০-২০২৫) সকালে ও বুধবার (০১-১০-২০২৫) বিকেলে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করে আমেরিকা প্রবাসী আমিনুল ইসলাম মিঠুর পক্ষে তার পিতা অবসরপ্রাপ্ত সেনা অফিসার হামিদুল ইসলাম ওরফে হায়দার মিলিটারি মন্দিরে মন্দিরে গিয়ে চকলেট এর বাক্স পৌঁছে দিয়েছেন। উদ্যোগটি প্রশংসা পেয়েছে।
হামিদুল ইসলাম বলেন, মন্দিরে আগত শিশুদের উপহার হিসেবে উদ্যোগটি নেওয়া হয়। তিনি আরও জানান, তার ছেলে সামাজিক ও কল্যাণমূলক কাজেও অংশ নিয়ে বাস্তবায়ন করছে। তার সাথে ছিলেন-বিএনপি নেতা ফরিদুল ইসলাম, ওয়ার্ড বিএনপির সেক্রেটারি জাম্বার আলী,আব্দুল হালিম যুবদলের সাধারণ সম্পাদক মামুন ও রসুল সহ আরও কয়েকজন ।
বেনুপুর বাউসা ও বাউসা মাঝপাড়া সার্বজনীন দুর্গা মন্দিরের সভাপতি-সম্পাদক সুবোধ কুমার,্রভাত কুমার,রঞ্জিত কুমার ও প্রভাত কুমার বলেন, শিশুদের জন্য এটি একটি ইতিবাচক কার্যক্রমের উদাহরণ।
প্রিন্ট

মধুখালীতে দোয়া মাহফিল ও গণমাধ্যম কর্মিদের সাথে মতবিনিময় 
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি 





















