ঢাকা , মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

শীঘ্রই সেনবাগে শুরু হতে যাচ্ছে “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি পৌর ক্রিকেট লীগ ২০২৫”

মোহাম্মদ আবু নাছেরঃ

 

‎সেনবাগ উপজেলার সেরা খেলোয়াড়দের নিয়ে শীঘ্রই জমজমাট আয়োজনে উদ্বোধন হতে যাচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি “পৌর ক্রিকেট লীগ ২০২৫” ( PCL) । পুরো আয়োজনটির পেছনে রয়েছে সেনবাগ ক্রিকেট ক্লাব।

 

‎ক্লাবের প্রতিষ্ঠাতা মিজানুর রহমান সুমন জানান, “আমাদের মূল উদ্দেশ্য সেনবাগ উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান ক্রিকেটার বেছে নিয়ে সামনে নিয়ে আসা। ভবিষ্যতে আমরা একটি পূর্ণাঙ্গ ক্রিকেট একাডেমী গড়ে তুলতে চাই, যাতে এখানকার ক্রিকেটারা জাতীয় পর্যায়ে খেলতে পারে।”

 

‎টুর্নামেন্টে থাকবে ৩টি শক্তিশালী দল, যথাক্রমে- FREEDOM 24, GIANT CRICKETERS ও YOUNG FIGHTERS মোট ৪৫ জন প্রতিভাবান ক্রিকেটার। এদের একটাই লক্ষ্য-চ্যাম্পিয়ন হওয়া।

 

‎মাঠে নামবে সেরা সেরাদের নিয়ে গড়া দলগুলো। টানটান উত্তেজনা, দারুণ প্রতিদ্বন্দ্বিতা আর চরম রোমাঞ্চকর ক্রিকেট লড়াইয়ে কোন দল হবে চ্যাম্পিয়ন- তা দেখার অপেক্ষায় সেনবাগের ক্রিকেটপ্রেমীরা।

 

‎আয়োজকরা জানিয়েছেন, “এটি শুধু একটি টুর্নামেন্ট নয়, বরং সেনবাগ ক্রিকেটের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন।” সেনবাগের মাঠে তাই শীঘ্রই জমে উঠবে ব্যাট-বলের মহালড়াই। ক্রিকেটপ্রেমীদের জন্য রয়েছে উন্মুক্ত আমন্ত্রণ- “এসে দেখুন কার হাতে ওঠে চ্যাম্পিয়নের ট্রফি।”

 

‎উক্ত ক্রিকেট খেলার প্রচার ও প্রসারে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দৈনিক আজকের বসুন্ধরা, বাংলাদেশ মেইল ২৪.নিউজ, TV9 BANGLA, bdposts.com, Channel A, নোয়া সময়, দৈনিক প্রভাতী বাংলাদেশ।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

শার্শায় সমাবেশে মফিকুল হাসান তৃপ্তিঃ -ক্ষমতায় এলে শিক্ষিত যুবকদের চাকরি ও বেকারভাতা দেবে বিএনপি

error: Content is protected !!

শীঘ্রই সেনবাগে শুরু হতে যাচ্ছে “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি পৌর ক্রিকেট লীগ ২০২৫”

আপডেট টাইম : ০৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
মোহাম্মদ আবু নাছের, সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি :

মোহাম্মদ আবু নাছেরঃ

 

‎সেনবাগ উপজেলার সেরা খেলোয়াড়দের নিয়ে শীঘ্রই জমজমাট আয়োজনে উদ্বোধন হতে যাচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি “পৌর ক্রিকেট লীগ ২০২৫” ( PCL) । পুরো আয়োজনটির পেছনে রয়েছে সেনবাগ ক্রিকেট ক্লাব।

 

‎ক্লাবের প্রতিষ্ঠাতা মিজানুর রহমান সুমন জানান, “আমাদের মূল উদ্দেশ্য সেনবাগ উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান ক্রিকেটার বেছে নিয়ে সামনে নিয়ে আসা। ভবিষ্যতে আমরা একটি পূর্ণাঙ্গ ক্রিকেট একাডেমী গড়ে তুলতে চাই, যাতে এখানকার ক্রিকেটারা জাতীয় পর্যায়ে খেলতে পারে।”

 

‎টুর্নামেন্টে থাকবে ৩টি শক্তিশালী দল, যথাক্রমে- FREEDOM 24, GIANT CRICKETERS ও YOUNG FIGHTERS মোট ৪৫ জন প্রতিভাবান ক্রিকেটার। এদের একটাই লক্ষ্য-চ্যাম্পিয়ন হওয়া।

 

‎মাঠে নামবে সেরা সেরাদের নিয়ে গড়া দলগুলো। টানটান উত্তেজনা, দারুণ প্রতিদ্বন্দ্বিতা আর চরম রোমাঞ্চকর ক্রিকেট লড়াইয়ে কোন দল হবে চ্যাম্পিয়ন- তা দেখার অপেক্ষায় সেনবাগের ক্রিকেটপ্রেমীরা।

 

‎আয়োজকরা জানিয়েছেন, “এটি শুধু একটি টুর্নামেন্ট নয়, বরং সেনবাগ ক্রিকেটের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন।” সেনবাগের মাঠে তাই শীঘ্রই জমে উঠবে ব্যাট-বলের মহালড়াই। ক্রিকেটপ্রেমীদের জন্য রয়েছে উন্মুক্ত আমন্ত্রণ- “এসে দেখুন কার হাতে ওঠে চ্যাম্পিয়নের ট্রফি।”

 

‎উক্ত ক্রিকেট খেলার প্রচার ও প্রসারে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দৈনিক আজকের বসুন্ধরা, বাংলাদেশ মেইল ২৪.নিউজ, TV9 BANGLA, bdposts.com, Channel A, নোয়া সময়, দৈনিক প্রভাতী বাংলাদেশ।


প্রিন্ট