ঢাকা , মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কুষ্টিয়ায় এনসিপির কমিটি থেকে দুই নেতার পদত্যাগ

ইসমাইল হােসেন বাবুঃ

 

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুষ্টিয়া জেলা শাখার কমিটি থেকে এবাদত আলী ও শরিফুল ইসলাম সবুজ নামের দুই নেতা পদত্যাগ করেছেন।

 

বুধবার (১ অক্টোবর) বিকেলে জাতীয় নাগরিক পার্টি কুষ্টিয়া জেলা হোয়াটসঅ্যাপ গ্রুপে সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি ও পদত্যাগ চেয়ে (এনসিপির) যথাযথ কর্তৃপক্ষ বরাবর একটি আবেদন লিখেছেন ওই দুই নেতা। আবেদনের ওই লিখিত স্ক্রিনশট সামাজিক যোগাযগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ার পর বিষয়টি জানাজানি হয়েছে।

 

অব্যাহতি চাওয়া দুই নেতারা হলেন- জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) কুষ্টিয়া জেলা শাখার এক নম্বর যুগ্ন সমন্বয়কারী মো: এবাদত আলী ও দুই নম্বর সদস্য শরিফুল ইসলাম সবুজ।

 

দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে আবেদনে এক নম্বর যুগ্ন সমন্বয়কারী মো: এবাদত আলী লিখেছেন, আমি মোহাম্মদ ইবাদত আলী জুলাই ২০২৪ আন্দোলনে একজন একনিষ্ঠ সমর্থক হিসাবে সক্রিয় ছিলাম। গণঅভ্যুত্থান পরবর্তীকালে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জাতীয় নাগরিক কমিটি একটি অরাজনৈতিক সংগঠনে কুষ্টিয়া সদরে প্রতিনিধি হিসাবে কাজ শুরু করি। পরবর্তীকালে জাতীয় নাগরিক পার্টি গঠিত হলে দলের কর্তৃপক্ষ আমাকে কুষ্টিয়া জেলার ১ম যুগ্ম সমন্বয়কের দায়িত্ব প্রদান করেন।

 

এজন্য আমি এনসিপি কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। কিন্তু বর্তমানে আমার পারিবারিক দায়-দায়িত্ব ও বয়স বিবেচনায় দলের প্রদত্ত এই দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করছি। এ সত্ত্বেও একটি বৈষম্য মুক্ত ফ্যাসি বাদ মুক্ত ও আধিপত্যবাদ মুক্ত বহুদলীয় গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র বিনির্মাণে যারা রাজপথে থাকবে তাদের প্রতি আমার নৈতিক সমর্থন অব্যাহত থাকবে। রাজপথের সহকর্মী সহযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এ পর্যন্ত আমাকে সহযোগিতা করার জন্য। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ!

 

অন্যদিকে দুই নম্বর সদস্য শরিফুল ইসলাম সবুজ পদত্যাগ চেয়ে লিখেছেন, আমি মো: শরিফুল ইসলাম সবুজ, সূচনালগ্ন থেকে জাতীয় নাগরিক পার্টির কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থেকেছি এবং বিশ্বাস করেছিলাম যে এই দল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চেতনা তথা জুলাই আন্দোলনের মূল্যবোধকে ধারণ করবে। কিন্তু অপ্রিয় হলেও সত্য অত্যন্ত দুঃখের সঙ্গে উপলব্ধি করছি দল তার পথ হারিয়েছে। নেতৃত্বের সিদ্ধান্ত ও কর্মকাণ্ডে যে ধরনের আপসনীতি ও সুবিধাবাদী ধারা প্রতিষ্ঠিত হয়েছে, তা জুলাই আন্দোলন তথা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহান চেতনার সঙ্গে সংঘর্ষমূলক।

 

জুলাই আন্দোলন শুধুমাত্র রাজনৈতিক ইতিহাসের একটি অধ্যায় নয়। এটি ছিল বৈষম্যের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে এবং শোষণের বিরুদ্ধে এক দুর্বার গনঅভ্যুত্থান। সেই আন্দোলনের যে মূল্যবোধ (সমতা, ন্যায়বিচার ও গণমানুষের মুক্তির অঙ্গীকার) তা আজকের জাতীয় নাগরিক পার্টির কার্যক্রমে প্রতিফলিত হচ্ছে না বরং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে দলীয় স্বার্থ ব্যক্তিগত স্বার্থের কাছে আদর্শ বিসর্জন দেওয়া হচ্ছে। যেটা আমি একজন জুলাই যোদ্ধা হিসাবে আমার নীতির সঙ্গে সংঘর্ষমূলক বলে মনে করছি।

 

আমার রাজনৈতিক অবস্থান স্পষ্ট। আন্দোলনের চেতনা বিসর্জন দিয়ে কোনো দল বা নেতৃত্বকে অনুসরণ করা আমার পক্ষে অসম্ভব। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, যেকোনো সংগঠনের চেয়ে আদর্শ বড় আর আদর্শ বিসর্জন দিয়ে সংগঠনে থাকা আত্মপ্রতারণা ছাড়া কিছু নয়। অতএব, আমি ঘোষণা করছি যে, আজকের তারিখ হতে জাতীয় নাগরিক পার্টির সকল কার্যক্রম এবং সদস্যপদ থেকে আমি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করছি।

 

এ ব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করা হলে ইবাদত আলী ও শরিফুল ইসলাম সবুজ বলেন, দলীয় কর্মকাণ্ডে অনিয়ম ও জুলাই বিপ্লবের চেতনার নীতি-নৈতিকতার পরিপন্থী কর্মকাণ্ডসহ ব্যক্তিগত কারণে আমরা এনসিপির সবধরনের দায়িত্ব ও কার্যক্রম থেকে অব্যাহতি নিচ্ছি। ভবিষ্যতে দলে থাকা না-থাকার বিষয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা করব।

 

কুষ্টিয়া জেলা কমিটির প্রধান সমন্বয়কারী জান্নাতুল ফেরদৌস টনি বলেন, পদত্যাগের বিষয়টি আমি শুনেছি।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

শার্শায় সমাবেশে মফিকুল হাসান তৃপ্তিঃ -ক্ষমতায় এলে শিক্ষিত যুবকদের চাকরি ও বেকারভাতা দেবে বিএনপি

error: Content is protected !!

কুষ্টিয়ায় এনসিপির কমিটি থেকে দুই নেতার পদত্যাগ

আপডেট টাইম : ১১:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
ইসমাইল হােসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার :

ইসমাইল হােসেন বাবুঃ

 

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুষ্টিয়া জেলা শাখার কমিটি থেকে এবাদত আলী ও শরিফুল ইসলাম সবুজ নামের দুই নেতা পদত্যাগ করেছেন।

 

বুধবার (১ অক্টোবর) বিকেলে জাতীয় নাগরিক পার্টি কুষ্টিয়া জেলা হোয়াটসঅ্যাপ গ্রুপে সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি ও পদত্যাগ চেয়ে (এনসিপির) যথাযথ কর্তৃপক্ষ বরাবর একটি আবেদন লিখেছেন ওই দুই নেতা। আবেদনের ওই লিখিত স্ক্রিনশট সামাজিক যোগাযগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ার পর বিষয়টি জানাজানি হয়েছে।

 

অব্যাহতি চাওয়া দুই নেতারা হলেন- জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) কুষ্টিয়া জেলা শাখার এক নম্বর যুগ্ন সমন্বয়কারী মো: এবাদত আলী ও দুই নম্বর সদস্য শরিফুল ইসলাম সবুজ।

 

দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে আবেদনে এক নম্বর যুগ্ন সমন্বয়কারী মো: এবাদত আলী লিখেছেন, আমি মোহাম্মদ ইবাদত আলী জুলাই ২০২৪ আন্দোলনে একজন একনিষ্ঠ সমর্থক হিসাবে সক্রিয় ছিলাম। গণঅভ্যুত্থান পরবর্তীকালে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জাতীয় নাগরিক কমিটি একটি অরাজনৈতিক সংগঠনে কুষ্টিয়া সদরে প্রতিনিধি হিসাবে কাজ শুরু করি। পরবর্তীকালে জাতীয় নাগরিক পার্টি গঠিত হলে দলের কর্তৃপক্ষ আমাকে কুষ্টিয়া জেলার ১ম যুগ্ম সমন্বয়কের দায়িত্ব প্রদান করেন।

 

এজন্য আমি এনসিপি কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। কিন্তু বর্তমানে আমার পারিবারিক দায়-দায়িত্ব ও বয়স বিবেচনায় দলের প্রদত্ত এই দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করছি। এ সত্ত্বেও একটি বৈষম্য মুক্ত ফ্যাসি বাদ মুক্ত ও আধিপত্যবাদ মুক্ত বহুদলীয় গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র বিনির্মাণে যারা রাজপথে থাকবে তাদের প্রতি আমার নৈতিক সমর্থন অব্যাহত থাকবে। রাজপথের সহকর্মী সহযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এ পর্যন্ত আমাকে সহযোগিতা করার জন্য। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ!

 

অন্যদিকে দুই নম্বর সদস্য শরিফুল ইসলাম সবুজ পদত্যাগ চেয়ে লিখেছেন, আমি মো: শরিফুল ইসলাম সবুজ, সূচনালগ্ন থেকে জাতীয় নাগরিক পার্টির কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থেকেছি এবং বিশ্বাস করেছিলাম যে এই দল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চেতনা তথা জুলাই আন্দোলনের মূল্যবোধকে ধারণ করবে। কিন্তু অপ্রিয় হলেও সত্য অত্যন্ত দুঃখের সঙ্গে উপলব্ধি করছি দল তার পথ হারিয়েছে। নেতৃত্বের সিদ্ধান্ত ও কর্মকাণ্ডে যে ধরনের আপসনীতি ও সুবিধাবাদী ধারা প্রতিষ্ঠিত হয়েছে, তা জুলাই আন্দোলন তথা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহান চেতনার সঙ্গে সংঘর্ষমূলক।

 

জুলাই আন্দোলন শুধুমাত্র রাজনৈতিক ইতিহাসের একটি অধ্যায় নয়। এটি ছিল বৈষম্যের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে এবং শোষণের বিরুদ্ধে এক দুর্বার গনঅভ্যুত্থান। সেই আন্দোলনের যে মূল্যবোধ (সমতা, ন্যায়বিচার ও গণমানুষের মুক্তির অঙ্গীকার) তা আজকের জাতীয় নাগরিক পার্টির কার্যক্রমে প্রতিফলিত হচ্ছে না বরং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে দলীয় স্বার্থ ব্যক্তিগত স্বার্থের কাছে আদর্শ বিসর্জন দেওয়া হচ্ছে। যেটা আমি একজন জুলাই যোদ্ধা হিসাবে আমার নীতির সঙ্গে সংঘর্ষমূলক বলে মনে করছি।

 

আমার রাজনৈতিক অবস্থান স্পষ্ট। আন্দোলনের চেতনা বিসর্জন দিয়ে কোনো দল বা নেতৃত্বকে অনুসরণ করা আমার পক্ষে অসম্ভব। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, যেকোনো সংগঠনের চেয়ে আদর্শ বড় আর আদর্শ বিসর্জন দিয়ে সংগঠনে থাকা আত্মপ্রতারণা ছাড়া কিছু নয়। অতএব, আমি ঘোষণা করছি যে, আজকের তারিখ হতে জাতীয় নাগরিক পার্টির সকল কার্যক্রম এবং সদস্যপদ থেকে আমি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করছি।

 

এ ব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করা হলে ইবাদত আলী ও শরিফুল ইসলাম সবুজ বলেন, দলীয় কর্মকাণ্ডে অনিয়ম ও জুলাই বিপ্লবের চেতনার নীতি-নৈতিকতার পরিপন্থী কর্মকাণ্ডসহ ব্যক্তিগত কারণে আমরা এনসিপির সবধরনের দায়িত্ব ও কার্যক্রম থেকে অব্যাহতি নিচ্ছি। ভবিষ্যতে দলে থাকা না-থাকার বিষয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা করব।

 

কুষ্টিয়া জেলা কমিটির প্রধান সমন্বয়কারী জান্নাতুল ফেরদৌস টনি বলেন, পদত্যাগের বিষয়টি আমি শুনেছি।


প্রিন্ট