হানিফ উদ্দিন সাকিবঃ
জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জেলা আহ্বায়ক কমিটির সদস্য ও হাতিয়া উপজেলা সাবেক সাধারণ সম্পাদক তানভীর উদ্দিন রাজিব সাম্প্রদায়িক সম্প্রীতি ও জনগণের অধিকার রক্ষায় অঙ্গীকার ব্যক্ত করেছেন। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তিনি স্থানীয় বিভিন্ন পূজামণ্ডপ ও কেন্দ্রীয় মন্দির পরিদর্শন করে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সঙ্গে একাত্মতার বার্তা দিয়েছেন।
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সম্ভাব্য প্রার্থী তানভীর উদ্দিন রাজিব স্বচ্ছ, দায়িত্বশীল ও উন্নয়নমুখী রাজনীতির প্রতিশ্রুতি দিয়ে দ্বীপটির মানুষের পাশে থাকার অঙ্গীকার করেছেন। তিনি বলেন, “রাজনীতি ও প্রতিশ্রুতির মধ্যে কোনো ফাঁক থাকবে না; আমি হাতিয়ার পরিবর্তনের ধারক হতে চাই।
তিনি বলেন, “হাতিয়ার মানুষ পরিবর্তন চায়। আমি স্বচ্ছ, দায়বদ্ধ ও গণমুখী রাজনীতি প্রতিষ্ঠার মাধ্যমে এই পরিবর্তনের অংশ হতে চাই।” তানভীর উদ্দিন রাজিব উল্লেখ করেন, বিএনপি সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেছে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক রফিক উদ্দিন, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব আবুল বাসার হাওয়াদার, যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জিএস জাকের পারভেজ, উপজেলা ছাত্রদলের সাবেক নেতা আব্দুর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আরেফিন আলী,উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক মির্জা আরিফ, এবং নলচিরা ইউনিয়নের ছাত্রনেতা শরিফুল ইসলাম আজাদসহ, স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, যুবদল ও ছাত্রদলের সাবেক নেতা উপস্থিত ছিলেন।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তার সরাসরি জনগণের সঙ্গে যোগাযোগ ও সামাজিক-ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ তরুণ প্রজন্মের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলছে।
তানভীর উদ্দিন রাজিব বলেন, হাতিয়া বিচ্ছিন্ন দ্বীপ হওয়ায় এখানে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের সমস্যা দীর্ঘদিনের। নির্বাচিত হলে তিনি এই সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
তরুণ প্রজন্মের উত্থান ও পরিবর্তনের আকাঙ্ক্ষার যুগে তানভীর উদ্দিন রাজিবের স্বচ্ছ ও দায়িত্বশীল রাজনীতি হাতিয়ার রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয়রা আশা করছেন, তার উদ্যোগ শুধু নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বাস্তবায়িত হলে দ্বীপটি সত্যিই পরিবর্তনের পথে এগোবে।
প্রিন্ট

মধুখালীতে দোয়া মাহফিল ও গণমাধ্যম কর্মিদের সাথে মতবিনিময় 
হানিফ উদ্দিন সাকিব, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি 





















