ইস্রাফিল হোসেন ইমনঃ
বিএনপি’র কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, কুষ্টিয়া-২ ভেড়ামারা-মিরপুর আসনের সাবেক তিনবারের সংসদ সদস্য ভেড়ামারা মিরপুর উন্নয়নের রূপকার বীরমুক্তিযোদ্ধা জননেতা অধ্যাপক শহিদুল ইসলাম বলেছে,বাংলাদেশে নির্বাচন নিয়ে একটি চক্রান্ত হচ্ছে । চক্রান্ত করে জামায়াত যদি ক্ষমতায় আসতে পারে তা’হলে আপনাদের সমস্যা হবে। আমরা কিন্তু (বিএনপি) আওয়ামী লীগকে নিষিদ্ধের পক্ষে না। আমাদের বিএনপি’র মহসচিব গণমাধ্যমকে বলেছেন কোন রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে না। আমরা জনগণের ভোটে নির্বাচিত হতে চাই, সেখানে আওয়ামী লীগও নির্বাচন করবে এটা আমাদের দাবি, এটা আমাদের মহাসচিব বলেছেন। আমরা চাইনা কোন রাজনৈতিক দলকে এদেশ থেকে নিষিদ্ধ করা হোক। আপানদের অনুরোধ করবো আগামী ফেব্রুয়ারি মাসের নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে নির্বাচিত করে সরকার গঠনে সহযোগিতা করবেন।
তিনি আরাে বলেন, জামায়াত ইসলাম চক্রান্ত করছে পিআর পদ্ধতিতে নির্বাচনের। পিআর পদ্ধতি কি এদেশের জনগণ বুঝে? পিআর মানে রেসিও ভিত্তিতে এমপি নির্বাচিত হবে, ভোট হবে প্রতীকে। তার মানে তারা সরাসরি নির্বাচন করতে ভয় পাই। এদেশের মানুষ ৭১’র যুদ্ধ অপরাধীদের ভোট দিবে না। যারা ‘৭১ সালে দেশ স্বাধীনে বিরোধিতা করেছে তারাই এখন বিভিন্ন চক্রান্ত করছে।
কেন্দ্রীয় বিএনপি’র অন্যতম সদস্য, সাবেক সাংসদ অধ্যাপক আলহাজ্ব শহীদুল ইসলাম ব্যাংককে সু-চিকিৎসা শেষে সুস্থ হয়ে নিজ এলাকায় প্রত্যাবর্তন করায় ভেড়ামারা পৌর বিএনপি’র উদ্যোগে গতকাল মঙ্গলবার বিকেলে শহরের গোডাউন মোড়ে এক শুকরানা দোয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ৩১ দফা শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।
ভেড়ামারা উপজেলা ও পৌর শাখা এবং অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে,পৌর বিএনপি’র সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবু দাউদের সভাপতিত্বে অনুষ্ঠানে অধ্যাপক শহীদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ভেড়ামারা উপজেলা বিএনপির আহবায়ক ও ভেড়ামারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম, ভেড়ামারা পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জানবার হোসেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিএনপির নেতৃবৃন্দ ,যুবদল ও স্বেচ্ছাসেবক দল সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
প্রিন্ট

মধুখালীতে দোয়া মাহফিল ও গণমাধ্যম কর্মিদের সাথে মতবিনিময় 
ইস্রাফিল হোসেন ইমন, ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি 





















