আনিসুর রহমানঃ
নাটোরের বাগাতিপাড়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে রবিউল ইসলাম (৩৫) নামের এক বাসচালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে নিজ বাড়িতে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত রবিউল ইসলাম উপজেলার জামনগর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের আফসার আলীর ছেলে। তিনি গ্রামীণ ট্রাভেল (ঢাকা কোচ) নামক একটি পরিবহনের বাসচালক হিসেবে কর্মরত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, সকালের দিকে বাড়িতে বৈদ্যুতিক কাজ করার সময় অসাবধানতাবশত রবিউল বিদ্যুৎপৃষ্ট হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউ.পি চেয়ারম্যান গোলাম রাব্বানী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রিন্ট

মধুখালীতে দোয়া মাহফিল ও গণমাধ্যম কর্মিদের সাথে মতবিনিময় 
আনিসুর রহমান, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি 





















