আব্দুস সালাম তালুকদারঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর পুকুরে ডুবে মোসা. মাহমুদা (৫) নামে এক শিশুর মৃত্যু। সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার রাধানগর ইউনিয়নের শিবনগর গ্রামে এই ঘটনা ঘটে। মৃত মাহমুদা ওই গ্রামের মোঃ জাহাঙ্গীর হোসেনের মেয়ে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম জানান, মৃত মাহমুদা বিকেলে ৫টার দিকে বাসার পার্শ্বে খেলাধুলা করছিলো। সন্ধ্যা ৬টার দিকে তার মা তাকে দেখতে না পেয়ে অনেক খোঁজখোঁজি অব্যাহত রাখে।
পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে সন্ধ্যা ৭টার দিকে বাসার পার্শ্ববর্তী পুকুরে ভাসামান অবস্থায় পরিবারের লোকজন তার লাশ উদ্ধার করে। এ বিষয়ে গোমস্তাপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।
প্রিন্ট

বালিয়াকান্দিতে মোবাইলকোট পরিচালনায় দুই ট্রলি চালককে জরিমানা 
আব্দুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি 





















