আমিরুল ইসলামঃ
নাটোরের বড়াইগ্রামের বনপাড়া বাজারে আবারো দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। খোয়া গেছে প্রায় দশ লাখ টাকার সিগারেট ও মসলাজাতীয় মালামাল। রবিবার (২৮ সেপ্টেম্বর) দিনগত গভীর রাতে বনপাড়া বাজারের মৃধাপাড়া রোডের আলিম মার্কেটের ‘পূজা স্টোর’ নামের মুদি দোকানে এই চুরির ঘটনা ঘটে।
পূজা স্টোরের মালিক নিরধ কুমার সাহা জানান, সোমবার সকালে দোকান খুলে দেখি উপরের টিন কাটা এবং দুটি সিসি ক্যামেরা ঢাকা অবস্থায় আছে। চুরি হয়েছে সন্দেহে মালামাল যাচাই করে দেখা যায় প্রায় দশ লাখ টাকার সিগারেট ও মসলাজাতীয় মালামাল চুরি হয়েছে। তিনি তাৎক্ষণিক বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র ও উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করেন।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই রাজিব হোসেন এবং জেলা বিএনপির সদস্য অধ্যাপক মোঃ লুৎফর রহমানসহ বাজার কমিটির সম্পাদক হায়দার আলী মুক্তা। পরিদর্শন কালে দোকানের সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায় মুখোশধারী একজন চোর রাত্রি ২.১০ মিনিটে টিন কেটে দোকানে প্রবেশ করে ও সিসি ক্যামেরা ঢেকে দেয়। পুলিশ আলামত হিসেবে একটি নতুন কাটার মেশিন ও গ্লাস কাটার জব্দ করে। তবে জব্দকৃত আলামত স্থানীয় দোকান থেকে কেনা সন্দেহে তদন্ত করলে কোন সত্যতা পাওয়া যায়নি। এসময় মুঠোফোনে সার্বিক খোঁজ খবর নেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস ।
প্রত্যক্ষদর্শী দুইজন মহিলা জানান, ফজরের নামাজ পড়ে হাঁটাহাঁটির সময় একজন মোটরসাইকেল আরোহীকে মালামালসহ দেখতে পেয়ে জিজ্ঞাসা করি, তিনি বলেন ঢাকা থেকে মাল এসেছে আমি নিতে এসেছি বলে বস্তা নিয়ে চলে যায়। ওই মহিলাদের তথ্যের ভিত্তিতে অন্য সিসি ক্যামেরা ফুটেজে বর্ণনার সত্যতা পাওয়া যায়।
পুলিশ জানায়, ঘটনার তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে, আমরা আশাবাদী দ্রুত সময়ের মধ্যে চোরকে সনাক্ত করে আইনের আওতায় এনে চুরি যাওয়া মালামাল উদ্ধার করতে সক্ষম হবো।
এসময় জেলা বিএনপির সদস্য অধ্যাপক এম. লুৎফর রহমান বলেন, বনপাড়া একটি ঐতিহ্যবাহী বানিজ্যিক শহর। বর্তমানে এই বাজার পরিচালনা কমিটি বিগত ফ্যাসিস্ট সরকারের সময় থেকে পরিচালিত। বিভিন্ন কারণে পর্যাপ্ত নৈশপ্রহরী না থাকায় এই ধরনের চুরি সংঘটিত হচ্ছে। আমরা আশাকরি দ্রুত সময়ের মধ্যে একটি শক্তিশালী বাজার পরিচালনা কমিটি গঠন করলে সকল প্রতিকূলতা মোকাবেলা করা সম্ভব।
প্রিন্ট

বালিয়াকান্দিতে মোবাইলকোট পরিচালনায় দুই ট্রলি চালককে জরিমানা 
আমিরুল ইসলাম, বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি 





















