আসলাম বেপারীঃ
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গোপালপুর ঘাট থেকে ছেড়ে যাওয়া একটি স্পিডবোট দুর্ঘটনায় পড়েছে। এতে দুর্গা রায় (৫৭) নামের এক নারী নিহত হয়েছেন। নিহত দুর্গা রায় জয়দেব সরকারের ডাঙ্গী, গাজিরটেক ইউনিয়নের বাসিন্দা এবং বিমল চন্দ্র রায়ের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৫:৩০ মিনিটে দুর্ঘটনার পর যাত্রীরা প্রায় আধা ঘণ্টা নদীতে ভেসে ছিলেন। স্পিডবোটটিতে মোট ১৮ জন যাত্রী ছিলেন।
আহতদের মধ্যে মারিয়া আক্তার (২৫) কে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে পাঠানো হয়েছে। অন্য আহতদের মধ্যে রয়েছেন সিফা আক্তার (২০), লক্ষণ রায় (৩), মাসুদ আলম (২৯) এবং আরও চারজন। স্থানীয়রা ও ফায়ার সার্ভিস এর কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
চরভদ্রাসন থানার ওসি রজিউল্লাহ খান বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত হাসপাতালে যাই এবং নৌবাহিনীকে অবহিত করি।”
চরভদ্রাসন ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার গোলাম মুর্তজা বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করি।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন কালবেলা-কে জানান, “দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত হাসপাতালে ছুটে আসি এবং স্বজনদের খোঁজখবর নিচ্ছি। বিষয়টি আমরা পর্যবেক্ষণ করছি। এ ঘটনায় যদি কারো অবহেলা প্রমাণিত হয় তবে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”
চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ননীগোপাল হালদার দুর্গা রায়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রিন্ট

বালিয়াকান্দিতে মোবাইলকোট পরিচালনায় দুই ট্রলি চালককে জরিমানা 
আসলাম বেপারী, স্টাফ রিপোর্টার 





















