মানিক কুমার দাসঃ
কেন্দ্রীয় কর্মসূচী অনুযায়ী ৫ দফা দাবি আদায়ে ফরিদপুর জেলা জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বিকেল পৌনে পাঁচটায় ফরিদপুর জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে সংগঠনের আমীর মাওলানা বদরুদ্দীন আহমেদ এর সভাপতিত্বে জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ ৫ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচী অনুযায়ী শহরের ভাঙ্গা রাস্তার মোড় হতে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে স্থানীয় জনতা ব্যাংকের মোড়ে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন ফরিদপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আব্দুল ওহাব,
নায়েবে আমীর ইমতিয়াজ আহমেদ, পৌর শাখার আমীর ডাঃ রুবেল। এই সময় সংগঠনের অন্যান্য নেতা কর্মী উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন যে,পাঁচ দফা বাস্তবায়িত না হলে জুলাইয়ের শহীদদের রক্তের সাথে বেঈমানি করা হবে।
পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সংসদে সকল দলের অংশগ্রহণ নিশ্চিত হবে। তখন ফ্যাসিবাদ কায়েম হবার সুযোগ থাকবে না।
প্রিন্ট

মধুখালীতে দোয়া মাহফিল ও গণমাধ্যম কর্মিদের সাথে মতবিনিময় 
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি 





















