ইসমাইল হােসেন বাবু:
জীবনযাপনকে আরও পরিবেশবান্ধব ও টেকসই করার লক্ষ্যে কুষ্টিয়ার খোকসায় প্রায় পাঁচ হাজার ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। রবিবার (৭ সেপ্টেম্বর)সকালে উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের হাতে চারা তুলে দেন কেন্দ্রীয় কৃষকদলের সদস্য হাফেজ মো. মঈনউদ্দিন।
বিনামূল্যে চারা পেয়ে আনন্দ প্রকাশ করেন স্থানীয়রা। তারা বলেন, গাছ পরিবেশ ও জীবনের জন্য অপরিহার্য সম্পদ, তাই চারাগুলো রোপণ ও পরিচর্যা করা হবে।
হাফেজ মো. মঈনউদ্দিন জানান, কুমারখালী ও খোকসা উপজেলাকে সবুজায়নের লক্ষ্যে প্রায় দুই লাখ ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হবে। এর অংশ হিসেবে আজ পাঁচ হাজার চারা বিতরণ করা হয়েছে। কয়েক মাসের মধ্যে বাকি চারাগুলো বিতরণ করা হবে।
প্রিন্ট

বালিয়াকান্দিতে মোবাইলকোট পরিচালনায় দুই ট্রলি চালককে জরিমানা 
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার 




















